বাড়িকক্সবাজাররামুতে মাস্ক না পরায় অর্থদন্ড

রামুতে মাস্ক না পরায় অর্থদন্ড

রামু প্রতিনিধি
আলোকিত টেকনাফ।

রামুতে করোনাভাইরাস প্রতিরোধে সিএনজি, টমটম চালকসহ মানুষের মাঝে সচেতনতার জন্য সতর্কতামুলক প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন। মুখে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, রোববার (১০ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত রামুর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

প্রণয় চাকমা জানান, মানুষরা মুখে মাস্ক ব্যবহার না করার কারণে ৩৩ ব্যক্তিকে একশত টাকা করে ৩ হাজার ৩০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সাথে প্রতিজনকে ১টি করে মাস্ক বিতরণ করা হয়।

তিনি বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। বিশ্ব দূর্যোগ করোনাভাইরাসের (কভিট-১৯) সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সড়ক, দোকানপাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে থাকতে হবে। এবং নিয়মিত হাতধোয়া ও নিজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ব্যক্তিগত পরিচর্যা রাখতে হবে।

এই সময় উপস্থিত রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গােপাল রায়, উপ-সহকারি প্রকৌশলী মোঃ আলাউদ্দিন খান, রামু থানার প্রতিনিধি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments